সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Saturday, November 22, 2025

ব্রেকিং নিউজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলির চাঞ্চল্যকর ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী ২০ টি মামলার আসামি রাকিব @ গুই রাকিব’কে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার করেছে র‍্যাব-১১।

১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। প্রাথমিক অনুসন্ধান ও মিডিয়ার সূত্রে জানা যায়, গত ১৮/১০/২৫ খ্রিঃ তারিখ শনিবার দুপুরে রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়িকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ ব্যবসায়ী লোকমান হোসেন কর্ণগোপ এলাকায় খাবার হোটেলের ব্যবসা করেন। গত কিছুদিন আগে এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গুই রাকিব ও তার লোকজন ভিকটিমের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দিবে বলে হুমকি প্রদান করে। পরে তিনি বাধ্য হয়ে তাদের ১ লাখ টাকা দেন। পরবর্তীতে শনিবার ১৮ অক্টোবর দুপুরে দাবি করা আরও ৪ লাখ টাকার জন্য গুই রাকিব তার সন্ত্রাসী লোকজন নিয়ে মোটরসাইকেল যোগে এলাকায় প্রবেশ করে। এ সময় তার কাছ থেকে পুনরায় চাঁদার টাকা দাবি করে। ভিকটিম লোকমান হোসেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে একটি গুলি তার ডান পায়ে বিদ্ধ হয়। তখন তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

৩। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আনতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৪:০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মাছিমপুর গ্রামে আসামীর বাড়িতে অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে ০১ টি একনলা বন্দুক, ০৮ রাউন্ড গুলি ও ০৯ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী হলো মোঃ রাকিব @ গুই রাকিব (২৪), পিতাঃ মোঃ সামছুল হক, মাতাঃ হেনরা বেগম, সাংঃ মাছিমপুর, থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়নগঞ্জ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি, খুন সহ অন্তত ২০ টি মামলা রয়েছে।

৪। গ্রেফতারকৃত আসামি মোঃ রাকিব @ গুই রাকিব এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

ভূমিকম্পে ঢাকার দুর্বলতা এবং ঝুঁকি বিশ্লেষণ

২১ নভেম্বর ২০২৫, সময়: সকাল ১০:৩৮ মিনিট, ৫.৬ মাত্রার...

ঢাকা শহরের বুকে ৫.৬ মাত্রার ভূমিকম্প: তাৎক্ষণিক অভিজ্ঞতা ও দীর্ঘমেয়াদী অশনি সংকেত

তারিখ: ২১ নভেম্বর ২০২৫ (একটি অনুমান নির্ভর রিপোর্ট) সময়:...

ইরানে জুনের হামলায় অক্ষত পারমাণবিক স্থাপনায় স্বাভাবিক পরিদর্শন শুরু

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন,...

ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত, ৮ কিলোমিটার পর্যন্ত গরম ছাই

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট সেমেরু আবারও অগ্ন্যুৎপাত...

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা,...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img