ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ইউক্রেন সর্বোচ্চ ১০০টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। এই চুক্তির আওতায় আধুনিক SAMP-T আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং ড্রোনও অন্তর্ভুক্ত থাকবে।
প্যারিসের নিকটবর্তী ভিলাকুব্লে বিমানঘাঁটিতে এই ঘোষণা দেওয়া হয়। ম্যাক্রোঁ বলেন, এই উদ্যোগ ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ইউরোপের নিরাপত্তা জোরদার করবে। জেলেনস্কি এটিকে “ঐতিহাসিক” বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে ইউক্রেনে রাফাল যৌথ উৎপাদনের সম্ভাবনার ইঙ্গিত দেন।
উল্লেখ্য, এটি কোনো সরাসরি ক্রয়-বিক্রয় চুক্তি নয়, বরং আগামী ১০ বছরে বাস্তবায়িত হওয়ার জন্য একটি ইচ্ছাপত্র। এর আগে ইউক্রেন ১০০ থেকে ১৫০টি সুইডিশ গ্রিপেন জেট কেনার জন্য আরেকটি চুক্তি করেছে।
রাশিয়ার ক্রমবর্ধমান হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের এই সামরিক চুক্তিগুলোকে ভবিষ্যৎ যুদ্ধ-প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।



