ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)-এর বিরুদ্ধে ২৬৩ মিলিয়ন ইউরো (প্রায় ৩০৫ মিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন। সোমবার দায়ের করা এই মামলাটি পিএসজি’র সঙ্গে তাঁর চুক্তি সংক্রান্ত বিরোধ এবং আচরণের অভিযোগের ভিত্তিতে করা হয়েছে।
পিএসজি পাল্টা হিসেবে এমবাপ্পের বিরুদ্ধে ২৪০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণের মামলা করেছে। এ দাবির ভিত্তি হলো ২০২৩ সালে সৌদি ক্লাব আল হিলাল থেকে পাওয়া ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব, যা এমবাপ্পে প্রত্যাখ্যান করেছিলেন।
২০২৩-২৪ মৌসুমের শুরুর দিকে পিএসজি তাঁকে মূল দলে রাখেনি এবং ট্রান্সফার তালিকাভুক্ত খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে এমবাপ্পের অভিযোগ। তিনি এ আচরণকে ‘অসন্মানজনক’ ও চুক্তি লঙ্ঘন হিসেবে দাবি করে মামলা করেন।
এমবাপ্পে সাত মৌসুম পিএসজিতে খেলে ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করেন। গত গ্রীষ্মে তিনি ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেন, যেখানে তাঁর বার্ষিক বেতন প্রায় ৩০ মিলিয়ন ইউরো। তাঁর প্রস্থানের পর পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই মামলার ফলাফলের দিকে এখন নজর রয়েছে ফুটবল বিশ্বে।



