জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (ইন্টারন্যাশনাল স্টেবলাইজেশন ফোর্স) মোতায়েনের পরিকল্পনা অনুমোদন করেছে। তবে ফিলিস্তিনি সংগঠন হামাস বিদেশি সেনা মোতায়েনের বিরোধিতা করেছে, এটিকে “বিদেশি অভিভাবকত্ব” বলে আখ্যা দিয়েছে।
গাজার দারাজ এলাকায় একটি স্কুল-শরণার্থী আশ্রয়ে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষ বলছে, শীত নেমে আসায় অন্তত তিন লাখ তাঁবুর প্রয়োজন।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ৪৮৩ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি।
অন্যদিকে, মানবাধিকার সংস্থা আল-হক নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রকে দখলদার শক্তি হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
আন্তর্জাতিক সংকট গ্রুপের বিশ্লেষক ড্যানিয়েল ফরতি জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে ফিলিস্তিনিদের অংশগ্রহণ, রাজনৈতিক তদারকি ও জবাবদিহির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (ISF) জাতিসংঘের ঐতিহ্যবাহী “ব্লু হেলমেট” মিশনের মতো হবে না এবং জাতিসংঘের নিয়মের অধীনেও থাকবে না।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই প্রস্তাবের বিরোধিতা করেছেন এবং গাজা “সামরিকভাবে নিরস্ত্রীকরণ” অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।



