সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ বলেছেন, ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তিনি পিঙ্ক টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “তথ্য বিশ্লেষণ করে আমি দেখছি ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এটি ফাঁকা কথা নয়—সবাই প্রস্তুতি নিচ্ছে।”
ভুচিচ এই মন্তব্য করেন ফরাসি সেনাবাহিনীর প্রধান জেনারেল ফাবিয়ান ম্যান্ডনের বক্তব্যের পর, যেখানে বলা হয়েছিল যে ফ্রান্সকে আগামী তিন থেকে চার বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।
সার্বিয়ান নেতা আরও বলেন, পশ্চিমা দেশ ও রাশিয়ার স্বার্থবিরোধী অবস্থানের কারণে সার্বিয়া এখন “খুবই কঠিন অবস্থানে” রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সার্বিয়াকে আত্মরক্ষার জন্য নিজস্ব সামরিক সক্ষমতা আরও বাড়াতে হবে।



