ফিলিপাইনে অন্তত ১১৪ জনের প্রাণহানি ঘটিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর পর শক্তি সঞ্চয় করে ভিয়েতনামের মধ্যাঞ্চলের দিকে ধেয়ে আসছে টাইফুন কালমেগি। মার্কিন যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্র (JTWC) জানিয়েছে, ঝড়টি আবারও শক্তিশালী হয়ে ক্যাটাগরি–৪ পর্যায়ে পৌঁছেছে এবং বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ভিয়েতনামের কুই নিয়ন শহরের উত্তরে আঘাত হানতে পারে।
ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ১২৭ জন। প্রেসিডেন্ট ফের্দিনান্দ মারকোস জুনিয়র দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, এটি বছরের সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ।
ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু প্রদেশ, যেখানে হাজার হাজার ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে। প্রায় দুই লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার পর এখন ধ্বংসস্তূপে ফিরে গেছেন।
এদিকে ভিয়েতনামে আগাম সতর্কতা জারি করে ৩ লাখ ৫০ হাজার মানুষকে সরিয়ে নিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ব্যাপক বন্যা ও কৃষিক্ষেত্রে ক্ষতির আশঙ্কা রয়েছে।
ফিলিপাইন আবহাওয়া দপ্তর (PAGASA) আরও এক নতুন ঘূর্ণিঝড় ফং–ওয়ং (স্থানীয় নাম উয়ান) সম্পর্কে সতর্ক করেছে, যা শনিবারের মধ্যে সুপার টাইফুনে পরিণত হতে পারে।



