মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিলিয়নিয়ার উদ্যোক্তা ও মহাকাশচারী জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার প্রশাসক হিসেবে মনোনীত করেছেন। এর আগে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগের কারণে ট্রাম্প তার মনোনয়ন প্রত্যাহার করেছিলেন।
মঙ্গলবার ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল পোস্টে বলেন, “আমি আনন্দের সঙ্গে জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার প্রশাসক হিসেবে মনোনীত করছি। তিনি একজন সফল ব্যবসায়ী, দাতা, পাইলট এবং মহাকাশচারী, যিনি মহাকাশ অনুসন্ধান ও নতুন স্পেস ইকোনমি অগ্রগতিতে উৎসর্গিত।”
আইজ্যাকম্যান স্পেসএক্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং প্রথম বেসরকারি মহাকাশভ্রমণ ও স্পেসওয়াক পরিচালনা করেছেন। তিনি ‘শিফট৪’ নামে একটি পেমেন্ট কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী।
ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সম্পর্কের উন্নতির পর এ পুনরায় মনোনয়ন আসে। মাস্ক আইজ্যাকম্যানের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত।
বর্তমানে পরিবহন সচিব শন ডাফি নাসার ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্ব পালন করছেন। ট্রাম্প তাঁকে “অসাধারণ কাজের জন্য” প্রশংসা করেছেন।
আইজ্যাকম্যান এক প্রতিক্রিয়ায় ট্রাম্প ও “মহাকাশপ্রেমী সম্প্রদায়কে” ধন্যবাদ জানিয়েছেন, তবে আগের মনোনয়ন প্রত্যাহারের প্রসঙ্গ তোলেননি।



