বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমা ‘বিভার সুপারমুন’ নভেম্বরের প্রথম সপ্তাহে আকাশে দেখা যাবে। এটাই বছরের দ্বিতীয় ও সবচেয়ে কাছের সুপারমুন, যা কয়েক রাত ধরে চোখে পড়বে স্পষ্টভাবে।
‘সুপারমুন’ হলো এমন এক পূর্ণিমা, যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে। চাঁদের কক্ষপথ পুরোপুরি গোল না হওয়ায় একসময় এটি পৃথিবীর কাছে আসে (perigee) এবং একসময় দূরে সরে যায় (apogee)। যখন পূর্ণিমা সেই কাছের অবস্থানে ঘটে, তখন চাঁদ সাধারণের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়।
এবারের সুপারমুন পৃথিবী থেকে প্রায় ৩৫৭,০০০ কিলোমিটার দূরে থাকবে — যা এ বছরের মধ্যে সবচেয়ে নিকটতম দূরত্ব। ‘সুপারমুন’ তার পূর্ণিমা অবস্থায় পৌঁছাবে ৫ নভেম্বর সন্ধ্যা ৭ টা ১৯ মিনিটে। সন্ধ্যা নামলেই চাঁদ আকাশে বড় ও উজ্জ্বল রূপে দেখা দেবে। পূর্ণিমার আগের ও পরের রাতেও এটি সহজে দেখা যাবে।



