মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোনোরা রাজ্যে হেরমোসিলো শহরে একটি সুপারমার্কেটে দুর্ঘটনাজনিত ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।
শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে হেরমোসিলো শহরের ওয়ালডোজ (Waldo’s) নামের একটি দোকানে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে দমকলকর্মী ও উদ্ধারকর্মীরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
সোনোরা রাজ্যের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা। দোকানের ভেতরে থাকা একটি ট্রান্সফরমারের ত্রুটি থেকেই বিস্ফোরণ ও পরবর্তী অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তারা জানিয়েছে, এখনো বিস্তারিত তদন্ত চলছে।
রাজ্য গভর্নর আলফনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন, “নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটির কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত শুরু করা হয়েছে।”
তিনি আরও জানান, জরুরি সেবা, নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ দ্রুত সাড়া দিয়েছে এবং বহু জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি সোনোরা রাজ্যের গভর্নরের সঙ্গে যোগাযোগ করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় একটি বিশেষ টিম পাঠানোর নির্দেশ দিয়েছি।”
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দোকানের সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে এবং জানালাগুলো উড়ে গেছে। আশপাশের দোকানগুলো আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে দ্রুত বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাটি এমন এক সময় ঘটল যখন মেক্সিকোর জনগণ “ডে অফ দ্য ডেড” উৎসব উদযাপন করছিল—যে দিনে মৃত আত্মীয়স্বজনদের স্মরণ করা হয়।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দোকানটি বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।



