সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Sunday, January 4, 2026

ব্রেকিং নিউজ

র‍্যাব-১১ এর অভিযানে  দেশি-বিদেশি অস্ত্রসহ ০৮ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর রায়পুরায়  অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ ০৮ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

এবং ০২ টি বিদেশী পিস্তল, ০৫ টি একনলা বন্দুক, ০১ টি দুইনলা বন্দুক, ০২ টি এলজি, ০১ টি পাইপগান, ০৩ টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলিসহ ০৮ জনের সন্ত্রাসীদলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ শনিবার (১ নভেম্বর) র‍্যাবের মিডিয়া সেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নরসিংদীর রায়পুরার সায়দাবাদ এলাকায় সাম্প্রতিক সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়শই বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো গত ২৮ সেপ্টেম্বর  নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়, ০৯ সেপ্টেম্বর  রায়পুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত বেশ কয়েকজন।এছাড়া গত ২০ জুলাই ২০২৫ তারিখে রায়পুরায় চরাঞ্চলে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নারী নিহত হয় এবং ২২ এপ্রিল  সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহতের মতো ঘটনা ঘটে।

এসব ঘটনাগুলো মূলত দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে উল্লেখ করা হয় র‍্যাবের তরফ থেকে।

উল্লেখ্য যে, নরসিংদী এলাকার বিভিন্ন দুর্ধষ সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে রায়পুরার চরাঞ্চঞ্চলে আত্মত্মগোপনে চলে যায়।

যেহেতু রায়পুরার সায়দাবাদ এলাকাটি চর অঞ্চল বেষ্টিত সেহেতু সন্ত্রাসীরা সেখানে অস্ত্র গোলাবারুদ মজুদ করে সেখান থেকে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে।

এই দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করতে গেলে প্রায় সময়ে সন্ত্রাসীরা একত্রিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। এরসব কারণে রায়পুরা চরাঞ্চলটি সন্ত্রাসীদের একটি অভয়ারণ্য পরিণত হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে ০১ নভেম্বর    রায়পুরা থানাধীন সায়েদাবাদ এলাকায় রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত হলো ১। মোঃ শফিক মিয়া (৩২)  ২। মোঃ মোস্তফা (৩৮)
৩। জাহিদ হাসান (১৭)
৪। আয়নাল (৩৮)
৫। মহিউদ্দিন হৃদয় (২২)
  ৬। মোঃ বাচ্চু মিয়া (৬২)
  ৭। কালু মিয়া (৬৯)
৮। মোঃ বাছেদ (৪০)

উল্লেখিত, আসামীদের মধ্যে মোঃ শফিক মিয়া (৩২) এর নামে ০১ টি হত্যা মামলা, মোঃ মোস্তফা (৩৮) এর নামে ০১ টি হত্যা মামলা, জাহিদ হাসান (১৭) এর নামে ০১টি হত্যা মামলা, মোঃ বাছেদ (৪০) এর নামে ০১ টি হত্যা মামলা, বাচ্চু মিয়া (৬২) এর নামে ০১টি হত্যা এবং ০১ হত্যা চেষ্টা মামলা, মহিউদ্দিন হৃদয় (২২) এর নামে ০১ টি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত আসামিরা রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়ানোর লক্ষ্যে এই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিজেদের হেফাজতে মজুদ করে রেখেছিল।

গ্রেফতারকৃতদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রম করার জন্য থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ‘গ্রেপ্তার’, দাবি ট্রাম্পের।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ব্যাপক সামরিক...

ইরানে আবিষ্কৃত হলো প্রায় ৫ হাজার বছরের পুরোনো বিশ্বের প্রথম কৃত্রিম চোখ।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত প্রাচীন নগরী শাহর-ই সুখতেহ (দ্য বার্ন্ট...

কারাকাসে বিস্ফোরণের শব্দ, যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা তীব্র।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং...

ইয়েমেন সংকট: আমিরাতের সব সেনা প্রত্যাহার, সৌদির সংলাপ আহ্বান।

ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরব সব ইয়েমেনি পক্ষকে...

ইরান বিক্ষোভ ইস্যুতে ট্রাম্পের হুমকির প্রতিবাদ, জাতিসংঘের হস্তক্ষেপ চায় তেহরান।

ইরানের চলমান বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “হুমকিমূলক...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img