যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে ভেনেজুয়েলায় নতুন গোপন অভিযানের অভিযোগ উঠেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যক্তিগত পাইলট জেনারেল বিটনার ভিলেগাসকে নিয়োগের চেষ্টা করেছিল, যাতে তিনি বিমানের গতিপথ পরিবর্তন করে মাদুরোকে আটক করতে সহায়তা করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই পরিকল্পনায় যুক্ত ছিলেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা এডউইন লোপেজ, যিনি ভিলেগাসকে বড় অঙ্কের অর্থ ও নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। তবে পাইলট শেষ পর্যন্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে মাদুরোর প্রতি আনুগত্য প্রকাশ করেন।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা যুক্তরাষ্ট্রের লাতিন আমেরিকায় দীর্ঘদিনের হস্তক্ষেপ নীতির ধারাবাহিকতা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনেট ইডলার বলেন, “এখনকার সিআইএ কার্যক্রমগুলো প্রায় প্রকাশ্য — গোপনীয়তার কোনো ভানই আর রাখা হচ্ছে না।”
ভেনেজুয়েলা সরকার ইতোমধ্যে অভিযোগ করেছে যে, সিআইএ “ভুয়া হামলার” নাটক সাজিয়ে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করতে চাইছে।
বিশ্লেষকদের মতে, এই অবস্থান দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে।



