আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায় কোমোরোস সর্বশেষ দেশ হিসেবে যোগ দিয়েছে। আজ শুক্রবার আদালত জানিয়েছে, দেশটি বুধবার আদালতের সংবিধানের ৬৩নং অনুচ্ছেদের অধীনে একটি আনুষ্ঠানিক ঘোষণা দাখিল করেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, গণহত্যা সনদের সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজস্ব ব্যাখ্যা বা অবস্থান আদালতে উপস্থাপন করতে পারে।
দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই মামলা দায়ের করে, যেখানে তারা গাজার ওপর ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডকে গণহত্যা সনদের লঙ্ঘন বলে অভিযোগ আনে। এর পর থেকে আদালত তিন দফা অন্তর্বর্তী নির্দেশনা জারি করেছে, যার মধ্যে রয়েছে— ইসরায়েলকে গণহত্যা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা প্রদান।
এ পর্যন্ত মামলায় যুক্ত হয়েছে যে দেশগুলো, তাদের মধ্যে রয়েছে লিবিয়া, কলম্বিয়া, মেক্সিকো, চিলি, বলিভিয়া, কিউবা, বেলিজ, ব্রাজিল, তুর্কিয়ে, স্পেন, আয়ারল্যান্ড, মালদ্বীপ ও ফিলিস্তিন।



