লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আওন বৃহস্পতিবার দেশের দক্ষিণ সীমান্তে যেকোনো ইসরায়েলি অনুপ্রবেশের বিরুদ্ধে সেনাবাহিনীকে “প্রতিরোধে প্রস্তুত” থাকার নির্দেশ দিয়েছেন। এই ঘোষণা আসে ইসরায়েলি সেনাদের এক রাতের অভিযানে এক লেবানিজ পৌর কর্মী নিহত হওয়ার পর।
লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে ইসরায়েলি বাহিনী সীমান্ত অতিক্রম করে দক্ষিণাঞ্চলীয় ব্লিদা গ্রামে প্রবেশ করে। তারা পৌর ভবনে হামলা চালিয়ে সেখানে অবস্থানরত কর্মী ইব্রাহিম সালামেহকে গুলি করে হত্যা করে। কয়েক ঘণ্টা স্থায়ী এই অভিযানের পর ইসরায়েলি বাহিনী ভোরে সরে যায়।
প্রেসিডেন্ট আওন সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বলেন, সেনাবাহিনীকে “লেবাননের ভূখণ্ড ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় যে কোনো ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতে হবে।”
২০২৪ সালের নভেম্বরের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির পরও ইসরায়েল দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন রেখেছে এবং নিয়মিত বিমান হামলা চালাচ্ছে, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও বেড়েছে।
জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স মঙ্গলবার জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১১১ জন লেবানিজ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
হিজবুল্লাহর শক্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে দীর্ঘ সংঘর্ষের পর। এদিকে, যুক্তরাষ্ট্র লেবানন সরকারকে আহ্বান জানিয়েছে যেন বছরের শেষের মধ্যে দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। মার্কিন দূত মরগান অরটাগাস বলেছেন, “লেবাননের সেনাবাহিনীকে এখন তার পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।”
দক্ষিণ লেবাননের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, এবং নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।



