ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উত্তেজনা বৃদ্ধি।
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের ঠিক আগে পশ্চিম উপকূলে কয়েকটি সমুদ্রভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির সরকারি গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, মঙ্গলবার নিক্ষেপিত এসব ক্ষেপণাস্ত্র দুই ঘণ্টার বেশি সময় আকাশে উড়ে সুনির্দিষ্টভাবে লক্ষ্যভেদ করে।
কেসিএনএ দাবি করেছে, এই অস্ত্রগুলো উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা ও নৌবাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করবে। পরীক্ষায় উপস্থিত ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চন।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি শনাক্ত করেছিল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিস্থিতি বিশ্লেষণ করছে।
এই পরীক্ষাটি এমন সময় করা হলো, যখন ট্রাম্প দক্ষিণ কোরিয়ার শহর গিয়ংজুতে প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে এপেক (APEC) সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।
উল্লেখ্য, সম্প্রতি উত্তর কোরিয়া নতুন হাইপারসনিক স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। কিম জং উন বর্তমানে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করছে এবং “নতুন শীতল যুদ্ধের” অংশ হিসেবে পশ্চিমা জোটবিরোধী অবস্থান জোরদার করছে।



