মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ থেকে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে দুটি বিমান দুর্ঘটনায় পড়েছে। রবিবার বিকেলে দক্ষিণ চীন সাগরে একটি F/A-18F সুপার হর্নেট যুদ্ধবিমান ও একটি MH-60R সি হক হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট জানায়।
উভয় বিমানের পাঁচ ক্রু সদস্যকেই উদ্ধার করা হয়েছে এবং তারা সবাই নিরাপদ ও স্থিতিশীল অবস্থায় আছেন। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে।
ইউএসএস নিমিৎজ বর্তমানে মধ্যপ্রাচ্যে দায়িত্ব শেষে ওয়াশিংটন রাজ্যের নেভাল বেস কিটস্যাপে ফিরছে। এটি রণতরীটির অবসর গ্রহণের আগে শেষ অভিযান।
এর আগে আরেক মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান সাম্প্রতিক মাসগুলোতে একাধিক দুর্ঘটনার শিকার হয়েছিল, যদিও কোনো প্রাণহানি ঘটেনি।



