সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Saturday, November 22, 2025

ব্রেকিং নিউজ

কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পথ সভায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

“বিএসএফকে কঠোরভাবে মোকাবিলা করলেই সীমান্ত হত্যা শূন্যে নামবে”

“বাপ-দাদার কোঠায় নেতা হওয়া রাজনীতিতে বাংলাদেশের ভাগ্য বদলাবে না”

কুড়িগ্রাম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার, প্রেস বিজ্ঞপ্তি

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হলে শুধু প্রতিবাদ নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিএসএফকে কঠোরভাবে মোকাবিলা করলেই সীমান্ত হত্যা শূন্যে নামবে।”
আজ কুড়িগ্রামের এবি পার্টির প্রার্থী ডা. নজরুল ইসলামের আসনে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বছরের পর বছর ধরে সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে, কিন্তু কোনো সরকারই শক্ত অবস্থান নেয়নি। দেশের মানুষ এমন অসহায় মৃত্যু আর দেখতে চায় না।

সভায় উপস্থিত ছিলেন দলের জেলা আহ্বায়ক ও কুড়িগ্রাম ২ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক ও কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ,জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দেশের রাজনীতিতে বংশানুক্রমিক নেতৃত্বের প্রবণতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্যারিস্টার ফুয়াদ।
তিনি বলেন, বাপ-দাদার কোঠায় নেতা হওয়া রাজনীতিতে বাংলাদেশের ভাগ্য বদলাবে না। জনগণের ভোটে, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তুলতে হবে।”
তিনি আর-ও বলেন যারা জনগণের কণ্ঠ নয়, বরং বংশের পরিচয়ে রাজনীতি করে তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। এবি পার্টি জনগণকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনতে চায়।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, এবি পার্টি যোগ্য, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তুলেই একটি ন্যায়ভিত্তিক ও জনগণের অংশগ্রহণমূলক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে।
এসময় তিনি কুড়িগ্রামের তরুণ সমাজকে ভয়াবহ মাদকের ছোবল থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি কৃষক যাতে ন্যায্যমূল্যে সার পেতে পারে এবং সেচে কোনো সমস্যা না হয়,সে বিষয়ে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি কুড়িগ্রামের অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসা খাতে আমূল পরিবর্তনেরও দাবি জানান।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

ভূমিকম্পে ঢাকার দুর্বলতা এবং ঝুঁকি বিশ্লেষণ

২১ নভেম্বর ২০২৫, সময়: সকাল ১০:৩৮ মিনিট, ৫.৬ মাত্রার...

ঢাকা শহরের বুকে ৫.৬ মাত্রার ভূমিকম্প: তাৎক্ষণিক অভিজ্ঞতা ও দীর্ঘমেয়াদী অশনি সংকেত

তারিখ: ২১ নভেম্বর ২০২৫ (একটি অনুমান নির্ভর রিপোর্ট) সময়:...

ইরানে জুনের হামলায় অক্ষত পারমাণবিক স্থাপনায় স্বাভাবিক পরিদর্শন শুরু

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন,...

ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত, ৮ কিলোমিটার পর্যন্ত গরম ছাই

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট সেমেরু আবারও অগ্ন্যুৎপাত...

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা,...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img