জনপ্রিয় হরর সিনেমা ‘ব্ল্যাক ফোন’ -এর সিক্যুয়েল ‘ব্ল্যাক ফোন ২’ সম্প্রতি উত্তর আমেরিকায় মুক্তি পেয়েছে। ইউনিভার্সাল পিকচার্সের এই ছবিটি পরিচালনা করেছেন স্কট ডেরিকসন, যিনি প্রথম পর্বটিও নির্মাণ করেছিলেন। সিনেমাটিতে অভিনয় করেছেন ইথান হক ও মেসন থেমস, যারা আগের ছবিতেও ছিলেন।
ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই দর্শকদের ভালো সাড়া পেয়েছে এবং বক্স অফিসে শীর্ষে অবস্থান করছে। হররধর্মী এই সিক্যুয়েলে আগের গল্পের ধারাবাহিকতায় আরও রোমাঞ্চ, ভয় ও রহস্য তুলে ধরা হয়েছে।
প্রায় ৩০ মিলিয়ন ডলার বাজেটের এই চলচ্চিত্রটি প্রথম সপ্তাহে বিশ্বজুড়ে ৪২ মিলিয়ন ডলার আয় করেছে। ২০২১ সালের প্রথম ‘ব্ল্যাক ফোন’ সিনেমাটি বিশ্বব্যাপী ১৬১ মিলিয়ন ডলার আয় করেছিল। সমালোচকরা বলছেন, এটি ব্লামহাউস প্রযোজনা সংস্থার জন্য বছরের অন্যতম সফল হরর ছবি হতে পারে।



