পাকিস্তান তাদের মহাকাশ কর্মসূচিতে বড় অগ্রগতি অর্জন করেছে। দেশটি প্রথমবারের মতো হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট H1 মহাকাশে পাঠিয়েছে, যা কৃষি, পরিবেশ পর্যবেক্ষণ, নগর পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশটির মহাকাশ সংস্থা সুপারকো (SUPARCO) জানায়, স্যাটেলাইটটি রবিবার চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। হাইপারস্পেকট্রাল প্রযুক্তি এমন সূক্ষ্ম উপাত্ত সংগ্রহ করতে সক্ষম, যা প্রচলিত স্যাটেলাইটে সম্ভব নয়—এর মাধ্যমে মাটির গুণমান, পানিসম্পদ ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি বিশ্লেষণ করা যাবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই প্রযুক্তি কৃষি, পরিবেশ, নগর পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয় সক্ষমতা বৃদ্ধি করবে। এটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) প্রকল্পেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সরকার একে চীনের সঙ্গে শান্তিপূর্ণ মহাকাশ সহযোগিতার প্রতীক হিসেবে বর্ণনা করেছে।
এই বছর পাকিস্তান মোট তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে—H1 ছাড়াও EO-1 এবং KS-1, যা ইতোমধ্যে কার্যকরভাবে কক্ষপথে কাজ করছে। সুপারকো জানিয়েছে, H1 পুরোপুরি সচল হতে প্রায় দুই মাস সময় লাগবে।



