ইতালির বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা ফেরারি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি “ফেরারি ইলেকট্রিকা”-র জন্য ব্যবহৃত নতুন চ্যাসিস ও পাওয়ারট্রেন প্রযুক্তি উন্মোচন করেছে। কোম্পানিটি জানিয়েছে, গাড়িটি ২০২৬ সালের শেষের দিকে উৎপাদনে যাবে।
তবে একই সঙ্গে ফেরারি তাদের বিদ্যুতায়ন পরিকল্পনা কমানোর ঘোষণা দেয়। এখন তারা আশা করছে, ২০৩০ সালে বিক্রির মাত্র ২০ শতাংশ হবে বৈদ্যুতিক গাড়ি, যেখানে পূর্বে এই লক্ষ্য ছিল ৪০ শতাংশ। বাকি ৪০ শতাংশ থাকবে হাইব্রিড, এবং অন্য ৪০ শতাংশ ঐতিহ্যবাহী পেট্রোল ইঞ্জিনচালিত গাড়ি।
ফেরারি ইলেকট্রিকায় থাকবে নিজস্বভাবে উন্নত পাওয়ারট্রেন, ১২২ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারি প্যাক এবং চারটি ইলেকট্রিক মোটর, যেগুলো ফর্মুলা–১ প্রযুক্তি নির্ভর। এটি ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি তুলবে ২.৫ সেকেন্ডে এবং সর্বোচ্চ গতি হবে ৩১০ কিমি/ঘণ্টা।
তবে কোম্পানির নতুন আর্থিক পূর্বাভাস বিনিয়োগকারীদের হতাশ করেছে। লাভ ও আয়ের প্রত্যাশা কমে যাওয়ায় ফেরারির শেয়ারমূল্য ১৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।



