চীনের পূর্বাঞ্চলীয় শহর ইয়ুয়ো (Yiwu), যাকে “বিশ্বের সুপারমার্কেট” বলা হয়, সেখানে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইয়ুয়ো গ্লোবাল ডিজিটাল ট্রেড সেন্টার—যা শহরটির ষষ্ঠ প্রজন্মের বাজার হিসেবে বিবেচিত হচ্ছে। এটি ঐতিহ্যবাহী বাণিজ্য থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল ট্রেড ইকোসিস্টেমে এক যুগান্তকারী পদক্ষেপ।
১.২৫ মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত এই কেন্দ্রটি অত্যাধুনিক ডিজিটাল অবকাঠামো—১০ গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্ক ও ক্রস-বর্ডার ডেটা ট্রান্সমিশন চ্যানেল—দিয়ে সজ্জিত। এই কমপ্লেক্সে রয়েছে পাঁচটি প্রধান অংশ—মার্কেটপ্লেস, অফিস ভবন, বাণিজ্যিক এলাকা, অ্যাপার্টমেন্ট ও ডিজিটাল ট্রেড পোর্ট। এখানে ফ্যাশন, জুয়েলারি, খেলনা ও স্মার্ট সরঞ্জামসহ আটটি নতুন খাতে ৩,৭০০টিরও বেশি দোকান অনলাইনে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে রিয়েল-টাইমে যোগাযোগ ও লাইভস্ট্রিম বাণিজ্য করতে পারেন এবং “চিনাগুডস” প্ল্যাটফর্মের মাধ্যমে শুল্ক, কর, লজিস্টিকস ও অর্থায়নসহ একাধিক সেবা একত্রে পেতে পারেন।
আলিবাবা, টেনসেন্ট ও ম্যানিকোর টেকের সঙ্গে অংশীদারিত্বে গড়ে ওঠা এই প্রকল্পটি ছোট পণ্য বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও বিগ ডেটার ব্যবহার বাড়িয়ে ঝেজিয়াং প্রদেশে বৈশ্বিক ডিজিটাল ট্রেডের নতুন দিগন্ত উন্মোচন করেছে।



