জাতিসংঘের আসন্ন COP30 জলবায়ু সম্মেলন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল, যেখানে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইতোমধ্যে জলবায়ু ইস্যুতে বেশ কিছু সাফল্য অর্জন করেছেন।
লুলা দা সিলভা ক্ষমতায় ফেরার পর অ্যামাজনে বন উজাড় অর্ধেকে নামিয়ে এনেছেন এবং ১৬টি আদিবাসী সংরক্ষিত এলাকাকে বৈধতা দেন। তার সরকার পুনরায় সক্রিয় করেছে আন্তর্জাতিক “অ্যামাজন ফান্ড”, যা বন সংরক্ষণে অর্থায়ন করে।
তবে, কৃষি খাতের প্রভাবশালী লবি এবং তেল অনুসন্ধান সম্প্রসারণে তার সমর্থন নিয়ে পরিবেশবাদীদের মধ্যে সমালোচনা রয়েছে।
২০২২ সালে অ্যামাজনে ১০,০০০ বর্গকিলোমিটারেরও বেশি বন উজাড় হলেও, ২০২৪ সালে তা কমে ৪,২০০ বর্গকিলোমিটার হয়েছে। পাশাপাশি ঐ বছর ইতিহাসের অন্যতম ভয়াবহ বন আগুনের ঘটনাও ঘটে, যা জলবায়ু পরিবর্তনজনিত খরায় আরও তীব্র হয়।
লুলা সরকার এখন “ট্রপিকাল ফরেস্ট ফরএভার ফান্ড (TFFF)” নামে একটি ১০০ বিলিয়ন ডলারের বৈশ্বিক তহবিল গঠনের পরিকল্পনা করেছে বন সংরক্ষণের জন্য, যেখানে ব্রাজিল নিজেই ১ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
অ্যামাজনের বুকে এই COP30 সম্মেলন হবে বিশ্বনেতাদের জন্য জলবায়ু ও বন সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ বাস্তব অভিজ্ঞতার মঞ্চ।



