তুরস্কের বন্দর মেরসিন থেকে “দ্য গুডনেস” নামের একটি ত্রাণ জাহাজ গাজা উপত্যকার মানুষের জন্য ৯০০ টন খাদ্য ও শিশুখাদ্য নিয়ে রওনা হয়েছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, এই মানবিক সহায়তা তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (AFAD) ১৭টি বেসরকারি সংস্থা ও মিশরের রেড ক্রিসেন্টের সহযোগিতায় সংগঠিত করেছে।
এই ত্রাণ পাঠানো এমন এক সময়ে হচ্ছে যখন তুরস্ক গাজায় যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান সমর্থক এবং মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তবে “দ্য গুডনেস” ফ্রিডম ফ্লোটিলাগুলোর মতো ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা করবে না। বরং এটি মিশরের এল আরিশ বন্দরে পৌঁছে ত্রাণ সরবরাহ করবে, যেখান থেকে সহায়তা গাজায় পাঠানো হবে।



