নিজস্ব প্রতিবেদক
সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয় আজ একটা মামলা দায়ের করেন।
আজ সোমবার (১৪ অক্টোবর) মোঃ আলম মিয়া, উপসহকারী পরিচালক দিনাজপুর আওয়ামী লীগের সাবেক সদস্য শিবলী সাদিকের মামলার বিষয় গণমাধ্যমকে নিশিত করেন।
দুদক সূত্রে জানা যায়, আসামী মো: শিবলী সাদিক (৪৩), সাবেক সংসদ সদস্য, দিনাজপুর-৬, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭,৯৬,৩৩,৬৩৩/- (সাত কোটি ছিয়ানব্বই লক্ষ তেত্রিশ হাজার ছয়শত তেত্রিশ) টাকার সম্পদ অর্জন করে ভোগ দখল করেছেন।
দুদুক সূত্রে আরও জানা যায়, অভিযোগ অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট শিবলী সাদিক এর নামে স্থাবর সম্পদ হিসেবে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জে ০১ টি ০৬ তলা বাড়ী, ঢাকার ধানমন্ডিতে পার্কিং সহ ২০২০ বর্গফুটের ০১ টি ফ্ল্যাট, স্বপ্নপুরী বিনোদন পার্কের ৫০% মালিকানা, কক্সবাজারের ঝিলংজায় ৭৭০ বর্গফুট ও ৩৮৫ বর্গফুটের ০২ টি ফ্ল্যাট, দিনাজপুর জেলার নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর থানার বিভিন্ন মৌজায় ৪৫.৫২ একর জমি সহ মোট ১০,২২,৭৮,০০৬/- টাকার সম্পদ এবং অস্থাবর সম্পদ হিসেবে ব্যবসার মূলধন, ০২ টি জিপ গাড়ী, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও ব্যাংক স্থিতিসহ মোট ৮,৯১,৪৪,২৯৮/- টাকার সম্পদসহ সর্বমোট (১০,২২,৭৮,০০৬ +৮,৯১,৪৪,২৯৮)= ১৯,১৪,২২,৩০৪/- টাকার সম্পদ অর্জনের তথ্য/রেকর্ডপত্র পাওয়া যায়।
দুদকের অনুসন্ধানেকালে আরও জানা যায়
তার দায়/ঋণ রয়েছে ৩,২০,০০,০০০/-টাকা। ঋণ/দায়-দেনা বাদে তার নামে অর্জিত সম্পদের মূল্য,১৫,৯৪,২২,৩০৪/-টাকা।
অনুসন্ধানকালে শিবলী সাদিক এর আয়-ব্যয়ের তথ্য/রেকর্ডপত্র পর্যালোচনায় গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১০,৮০,০২,৭০৮/- টাকা এবং তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় ২,৮২,১৪,০৩৭/- টাকা। কাজেই পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ সম্পদ অর্জনে ব্যয়িত মোট ১৮,৭৬,৩৬,৩৪১/- টাকার বিপরীতে তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১০,৮০,০২,৭০৮/- টাকা।
দুদক সূত্রে আরও জানা যায়, শিবলী সাদিক, সাবেক সংসদ সদস্য, দিনাজপুর-৬ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭,৯৬,৩৩,৬৩৩/- (সাত কোটি ছিয়নকাই লক্ষ তেত্রিশ হাজার ছয়শত তেত্রিশ) টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এমতাবস্থায়, আসামি মো: শিবলী সাদিক (৪৩), সাবেক সংসদ সদস্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে অজ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭,৯৬,৩৩,৬৩৩/- (সাত কোটি ছিয়ানব্বই লক্ষ তেত্রিশ হাজার ছয়শত তেত্রিশ) টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে বর্ণিত ধারায় ০১ (এক) টি মামলা রুজু করার সিদ্ধান্ত নেয় দুদক।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হওয়ায়
দুদক মামলা করে।



