ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বন্দি বিনিময় কার্যক্রম শুরু।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বহুল আলোচিত বন্দি বিনিময় কার্যক্রম আজ সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই বিনিময়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
ইসরায়েলি কারাগার থেকে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। তাদের পরিবাররা বর্তমানে গাজার নাসের হাসপাতাল, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের নিজ নিজ বাড়িতে প্রিয়জনদের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলের আটক ২০ জন জীবিত বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। এই ২০ জনের পরিবার ইতিমধ্যে দক্ষিণ ইসরায়েলের রেইইম সামরিক ঘাঁটিতে একত্রিত হয়েছেন। একই সঙ্গে, তেল আভিভের “হোস্টেজেস স্কোয়ারে” সমর্থক ও সাধারণ মানুষ জড়ো হয়ে বন্দিদের মুক্তির দাবিতে ঐক্যে প্রকাশ করছেন।
হামাস তাদের পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দিদের নাম প্রকাশ করেছে এবং একই সঙ্গে ইসরায়েল কর্তৃপক্ষও মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দিদের তালিকা প্রকাশ করেছে।
চুক্তি অনুযায়ী, এই বিনিময় প্রক্রিয়া স্থানীয় সময় দুপুর ১২টার (০৯:০০ GMT) মধ্যে সম্পন্ন হওয়ার কথা।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্যের পথে রয়েছেন। তিনি ইসরায়েলি সংসদে ভাষণ দেওয়ার পর মিশরের শারম আল-শেখে অনুষ্ঠিতব্য গাজা যুদ্ধবিরতি সম্মেলনে অংশ নেবেন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা গাজা যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবেন।
এই বন্দি বিনিময়কে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রশমনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



