চীনের হাইয়াং উপকূল থেকে মহাকাশে উৎক্ষেপণ: তিনটি উপগ্রহ কক্ষপথে স্থাপন।
চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের হাইয়াং উপকূল থেকে শনিবার মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে একটি Gravity-1 ক্যারিয়ার রকেট। স্থানীয় সময় সকাল ১০:২০ মিনিটে রকেটটি উৎক্ষেপিত হয় এবং এতে থাকা তিনটি উপগ্রহ তাদের নির্ধারিত কক্ষপথে পৌঁছে।
উৎক্ষেপণটি পরিচালনা করেছে তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার, যা অফশোর (জলভিত্তিক) মিশনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই রকেটে একটি ওয়াইড-ফিল্ড স্যাটেলাইট এবং দুইটি পরীক্ষামূলক উপগ্রহ ছিল।
Gravity-1 ক্যারিয়ার রকেট এর এটি দ্বিতীয় অভিযান; এর প্রথম প্রক্ষেপণ হয়েছিল জানুয়ারি ২০২৪ সালে। এই মিশন চীনের মহাকাশ গবেষণায় নতুন প্রযুক্তি ও সক্ষমতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।



