ফ্রান্সের প্রধানমন্ত্রী লেকর্নুর সামনে বাজেট সংকট।
ফ্রান্সের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুকে সোমবারের মধ্যে ২০২৬ সালের বাজেট বিল সংসদে উপস্থাপন করতে হবে। মাত্র কয়েক দিন আগে পদত্যাগের পর আবার দায়িত্ব পেয়ে তিনি এখন সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছেন।
সংবিধান অনুযায়ী, অক্টোবর ১৩ বাজেট পেশের শেষ সময়সীমা। এর মধ্যে বাজেট ও অর্থমন্ত্রীর নিয়োগও সম্পন্ন করতে হবে। দেরি হলে সংসদ ৭০ দিনের আলোচনার সময় হারাবে।
লেকর্নু জানিয়েছেন, আগামী বছরের বাজেট ঘাটতি জিডিপির ৪.৭–৫%-এ নামানো হবে। তিনি ধনীদের ওপর কর ফাঁকির সুযোগ কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন, তবে বামপন্থীদের প্রস্তাবিত ধনসম্পদ কর প্রত্যাখ্যান করেছেন।
সংসদে কোনো দলই সংখ্যাগরিষ্ঠ নয়, ফলে বাজেট বিলটি কঠিন আলোচনার মুখে পড়বে। যদি অনাস্থা ভোটে সরকার পড়ে যায়, তবে জরুরি আর্থিক আইন পাস করে সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে।
লেকর্নুর সামনে এখন বড় চ্যালেঞ্জ—কঠোর সময়সীমার মধ্যে বাজেট পেশ ও রাজনৈতিকভাবে বিভক্ত সংসদে তা পাস করানো।



