ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশের ভূকম্পন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি শুক্রবার দাভাও ওরিয়েন্টালের মানায় উপকূলের কাছাকাছি সমুদ্র এলাকায় উৎপত্তি হয়, যার গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
ভূমিকম্পের পর ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি সুনামি সতর্কতা জারি করেছে এবং উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটার বা তার বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে, বিশেষ করে উপসাগর ও সংকীর্ণ প্রণালীগুলোতে ঢেউয়ের উচ্চতা আরও বেশি হতে পারে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য সুনামির ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।



