সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Sunday, November 23, 2025

ব্রেকিং নিউজ

নোবেল সাহিত্য পুরস্কার পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই

২০২৫ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই।

২০২৫ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির বিখ্যাত লেখক লাসলো ক্রাসনাহোরকাই। সুইডিশ একাডেমি জানিয়েছে, তিনি এই সম্মান পেয়েছেন “অ্যাপোক্যালিপটিক আতঙ্কের মাঝেও শিল্পের শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করা তাঁর দূরদর্শী ও গভীর সাহিত্যকর্মের জন্য।”

৭১ বছর বয়সী ক্রাসনাহোরকাই তাঁর দার্শনিক ও গাঢ় হাস্যরসাত্মক লেখার জন্য পরিচিত। তাঁর উপন্যাসগুলো প্রায়ই দীর্ঘ একটিমাত্র বাক্যে রচিত হয়, যা পাঠকদের এক অনন্য অভিজ্ঞতা দেয়। একাডেমির বিবৃতিতে বলা হয়েছে, তিনি “মধ্য ইউরোপীয় ঐতিহ্যের এক মহাকাব্যিক লেখক,” যাঁর লেখায় কাফকা ও টমাস বার্নহার্ডের প্রভাব স্পষ্ট।

তাঁর প্রসিদ্ধ রচনাগুলোর মধ্যে রয়েছে “Satantango” এবং “The Melancholy of Resistance”, যেগুলো হাঙ্গেরীয় পরিচালক বেলা তার চলচ্চিত্রে রূপ দিয়েছেন। এছাড়া তিনি ২০১৫ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার অর্জন করেন, যেখানে বিচারকরা তাঁর লেখার “অসাধারণ দৈর্ঘ্যের বাক্য ও বৈচিত্র্যময় স্বরভঙ্গি”র প্রশংসা করেন।

নোবেল সাহিত্য পুরস্কারের ইতিহাসে এবার তাঁর নাম যুক্ত হলো আর্নেস্ট হেমিংওয়ে, টনি মরিসন ও কাজুও ইশিগুরোর মতো খ্যাতনামা লেখকদের পাশে। গত বছর এই পুরস্কার পান দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং, যিনি মানবজীবনের ভঙ্গুরতা ও ঐতিহাসিক ট্র্যাজেডি তুলে ধরেছিলেন তাঁর রচনায়।

প্রতি বছর সুইডিশ একাডেমি এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে। এতে থাকে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার), একটি স্বর্ণপদক ও একটি ডিপ্লোমা। নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর, নোবেল প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী ‘ধনেশ্বর’ আটক।

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের...

আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশের

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডকে...

তুরস্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31

তুরস্ক ২০২৬ সালের নভেম্বরে আন্টালিয়া শহরে COP31 জলবায়ু শীর্ষ...

তুরস্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31

তুরস্ক ২০২৬ সালের নভেম্বরে আন্টালিয়া শহরে COP31 জলবায়ু শীর্ষ...

শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের টানাপোড়েন

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন শান্তি পরিকল্পনা ঘিরে ইউক্রেন, ইউরোপ ও...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img