দীর্ঘস্থায়ী ক্লান্তি সিন্ড্রোম (Chronic Fatigue Syndrome – CFS), যা মায়ালজিক এনসেফালোমাইলাইটিস (ME) নামেও পরিচিত, শনাক্তে বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি রক্ত পরীক্ষা উদ্ভাবন করেছেন। এই পরীক্ষার মাধ্যমে ৯৬ শতাংশ নির্ভুলতায় রোগটি নির্ণয় করা সম্ভব বলে জানিয়েছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার গবেষকরা।
CFS এমন একটি দুর্বলতাজনক রোগ, যার প্রধান লক্ষণ হলো চরম ক্লান্তি — যা বিশ্রামেও দূর হয় না।
গবেষক দল বায়োটেক প্রতিষ্ঠান অক্সফোর্ড বায়োডাইনামিকস-এর প্রযুক্তি ব্যবহার করে ৪৭ জন গুরুতর CFS রোগী ও ৬১ জন সুস্থ ব্যক্তির রক্তের DNA গঠন বিশ্লেষণ করেছেন। তাঁরা দেখেন, CFS আক্রান্তদের DNA-তে একধরনের অনন্য “এপিজেনেটিক মার্কার” বা রাসায়নিক পরিবর্তন রয়েছে, যা রোগ না থাকা ব্যক্তিদের থেকে আলাদা।
এই মার্কারগুলোর ভিত্তিতে তৈরি পরীক্ষাটি CFS আক্রান্তদের ৯২% এবং সুস্থদের ৯৮% সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে — অর্থাৎ সামগ্রিক নির্ভুলতা ৯৬%।
গবেষণাটি প্রকাশিত হয়েছে Journal of Translational Medicine-এ। বিজ্ঞানীরা আশা করছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে লং কোভিড শনাক্ত করতেও সহায়ক হতে পারে, কারণ দুই রোগের উপসর্গ অনেকটাই সাদৃশ্যপূর্ণ।