নোবেল পদার্থবিজ্ঞান পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী: কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং নিয়ে যুগান্তকারী গবেষণা।
২০২৫ সালের নোবেল পুরস্কার পদার্থবিজ্ঞানে পেয়েছেন তিন বিজ্ঞানী — ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল এইচ. ডেভোরে এবং যুক্তরাষ্ট্রের জন এম. মার্টিনিস। তাঁরা কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং বিষয়ে তাঁদের যুগান্তকারী গবেষণার জন্য এ সম্মান অর্জন করেছেন।
মঙ্গলবার সুইডিশ রয়্যাল একাডেমি অব সায়েন্সেস এক ঘোষণায় জানায়, এই তিন গবেষককে পুরস্কার প্রদান করা হচ্ছে “বিদ্যুৎ বর্তনীতে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের” জন্য। তাঁদের গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের কার্যকর প্রয়োগে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
নোবেল কমিটির মতে, তাঁদের কাজ আধুনিক কোয়ান্টাম প্রযুক্তি — বিশেষ করে কোয়ান্টাম কম্পিউটার ও অতিসংবেদনশীল সেন্সর উন্নয়নে — গভীর প্রভাব ফেলেছে।
পুরস্কারপ্রাপ্ত তিন বিজ্ঞানী আগামী ১০ ডিসেম্বর, নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে, আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করবেন।