এভারেস্টে তুষারঝড়ে আটকা ৫০০ পর্বতারোহী, ৩৫০ জনকে উদ্ধার
চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ তুষারঝড়ে আটকা পড়া ৫০০-রও বেশি পর্বতারোহীর মধ্যে ৩৫০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধারপ্রাপ্তদের তিব্বতের কুডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে, তবে এখনো প্রায় ২০০ জন বিপদসঙ্কুল পরিস্থিতিতে আটকা রয়েছেন।
শুক্রবার রাত থেকে প্রবল তুষারপাত ও বৃষ্টিতে তিংরি অঞ্চলে অবস্থা বিপজ্জনক হয়ে পড়ে, যা মাউন্ট এভারেস্টের উত্তর দিকের একটি প্রধান আরোহনপথ। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন শনিবার থেকে এভারেস্ট দর্শন এলাকা বন্ধ ঘোষণা করে।
এদিকে পার্শ্ববর্তী নেপালে টানা বর্ষণে ভূমিধস ও বন্যায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় ইলম জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয় অঞ্চলে এমন অস্বাভাবিক আবহাওয়া এখন ঘন ঘন ঘটছে।