যুক্তরাজ্যের ইস্ট সাসেক্সে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ তা “হেট ক্রাইম” বা বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্ত শুরু করেছে। শনিবার রাত ১০টার দিকে পিসহেভেন এলাকার ফিলিস অ্যাভিনিউতে এ হামলার ঘটনা ঘটে। আগুনে মসজিদের প্রবেশদ্বার ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তবে কেউ আহত হননি।
পুলিশ দুই মুখোশধারী সন্দেহভাজনের ছবি প্রকাশ করে জনগণের সহযোগিতা চেয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা পেট্রোল ঢেলে মসজিদে আগুন ধরিয়ে দেয়।
মসজিদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনাটিকে “গভীরভাবে দুঃখজনক ও উদ্বেগজনক” বলে উল্লেখ করেছে এবং সবাইকে ঐক্য ও সহমর্মিতার আহ্বান জানিয়েছে।
সাসেক্স পুলিশের এক কর্মকর্তা জানান, মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বেড়েছে, তাই এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।
রাজনীতিবিদরা ঘটনাটিকে নিন্দা জানিয়ে একে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে তদন্তের দাবি করেছেন। এ হামলা সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে মসজিদ ও উপাসনালয়ে বেড়ে ওঠা হামলা ও ইসলামবিদ্বেষী কার্যকলাপের ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।