গাজায় হামলা অব্যাহত, শান্তি আলোচনায় অংশ নিচ্ছে ইসরায়েল-হামাস প্রতিনিধি দল মিশরে
গাজায় ইসরায়েলি হামলায় সহিংসতা অব্যাহত রয়েছে। রবিবার অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া খাদ্য ও ওষুধের তীব্র সংকটের কারণে অনাহারে একজনের মৃত্যু হয়েছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
এরই মধ্যে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদল মিশরে পৌঁছেছে। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিচ্ছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচকদের প্রতি আহ্বান জানিয়েছেন “যুদ্ধ দ্রুত শেষ করার” জন্য।
হামাসের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন খালিল আল-হায়া, যিনি গত মাসে কাতারে ইসরায়েলের এক হত্যাচেষ্টার লক্ষ্যবস্তু ছিলেন।
অন্যদিকে, গাজার ভেতরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের পরিদর্শনকালে দেশটির সেনাপ্রধান জানিয়েছেন, বর্তমানে কোনো যুদ্ধবিরতি নেই, তবে “অপারেশনাল পরিস্থিতিতে পরিবর্তন” এসেছে।
জাতিসংঘ জানিয়েছে, গাজায় প্রতি পাঁচটি শিশুর মধ্যে অন্তত একটি শিশু অকাল জন্ম নিচ্ছে বা স্বাভাবিকের তুলনায় ওজন কম নিয়ে জন্ম নিচ্ছে—যা ভয়াবহ মানবিক সংকটের ইঙ্গিত দেয়।
এদিকে, “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা”র পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আটককৃত বেশ কয়েকজন সদস্য ইসরায়েলে অনশন ধর্মঘট শুরু করেছেন গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানাতে।