চাঁদ সোমবার রাতে আকাশে দেখা যাবে একটু বড় ও উজ্জ্বল আকারে—যা “সুপারমুন” নামে পরিচিত। অক্টোবরের এই সুপারমুন হলো এ বছরের প্রথমটি, আর পরবর্তী দুটি দেখা যাবে নভেম্বর ও ডিসেম্বরে।
সুপারমুন ঘটে তখন, যখন পূর্ণচাঁদ পৃথিবীর কক্ষপথে তুলনামূলকভাবে সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসে। এই সময় চাঁদ সাধারণের চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল দেখা যায়। বিষয়টি বছরে কয়েকবার ঘটে, কখনও কখনও এটি চন্দ্রগ্রহণ বা অন্যান্য জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সঙ্গেও মিলিত হয়।
এই পূর্ণচাঁদ পৃথিবী থেকে প্রায় ২২৪,৬০০ মাইল (৩৬১,৪৫৯ কিলোমিটার) দূরে অবস্থান করবে। নভেম্বরে বছরের সবচেয়ে কাছের সুপারমুন দেখা যাবে, আর শেষটি হবে ডিসেম্বরে।
২০২৬ সালেও থাকবে চমকপ্রদ দৃশ্য—মার্চ মাসে উত্তর আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়া জুড়ে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ, আর আগস্টে আমেরিকা, আফ্রিকা ও ইউরোপে দেখা যাবে একটি আংশিক চন্দ্রগ্রহণ।
এবার চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার সকাল ৯:৪৭ মিনিটে (বাংলাদেশ সময়)। তবে চাঁদ সবচেয়ে বড় ও উজ্জ্বল দেখা যাবে সোমবার রাতেই। তাই সোমবার রাতের আকাশে তাকাতে ভুলবেন না — বছরের প্রথম সুপারমুন আপনার অপেক্ষায়!