আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে ভারত। তিন দিনেই শেষ হয়ে যায় ম্যাচটি, ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু ভারতীয় বোলারদের নিখুঁত লাইন-লেংথে তাদের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। প্রথম ইনিংসে অতিথিরা মাত্র ১৬২ রানে গুটিয়ে যায়।
এর জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা দেখান দাপট। ওপেনার কেএল রাহুল করেন দুর্দান্ত ১০০ রান, উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেল খেলেন লড়াকু ১২৫ রানের ইনিংস, আর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ১০৪ রানে। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ভারত ঘোষণা করে প্রথম ইনিংস ৪৪৮/৫ রানে।
দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ব্যর্থতা চলতে থাকে। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে তারা গুটিয়ে যায় ১৪৬ রানে। ফলে ইনিংস ও ১৪০ রানের ব্যবধানে সহজ জয় পায় ভারত।
রবীন্দ্র জাদেজা অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত এখন ১-০ তে এগিয়ে, দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামী সপ্তাহে।