চার্চ অব ইংল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো আর্চবিশপ অব ক্যান্টাবেরি হিসেবে নিয়োগ পেলেন নারী নেতা সারা মুল্যালি। ৬৩ বছর বয়সী মুল্যালি এই পদে জাস্টিন ওয়েলবিকে প্রতিস্থাপন করছেন, যিনি শিশু নির্যাতন কেলেঙ্কারি ঢাকতে ভূমিকা রাখার অভিযোগে পদত্যাগ করেছিলেন।
বিশ্বব্যাপী প্রায় ৮৫ মিলিয়ন অ্যাংলিকানের আধ্যাত্মিক প্রধান হবেন তিনি। শুক্রবার ক্যান্টাবেরি ক্যাথেড্রালে প্রথম ভাষণে মুল্যালি অভিবাসন সংকট, যুক্তরাজ্যে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং ইহুদি সম্প্রদায়ের প্রতি সংহতির কথা বলেন।
তবে তার নিয়োগকে ঘিরে আফ্রিকার বেশ কয়েকটি রক্ষণশীল অ্যাংলিকান চার্চ তীব্র সমালোচনা করেছে। নাইজেরিয়া, রুয়ান্ডা ও উগান্ডার বিশপরা দাবি করেছেন, নারী আর্চবিশপ “বাইবেলের শিক্ষা বিরোধী” এবং এতে চার্চে আরও বিভাজন তৈরি হবে।
নাইজেরিয়ার কিছু ধর্মযাজক এ নিয়োগকে ‘অভূতপূর্ব অগ্রগতি’ হিসেবে স্বাগত জানালেও অনেকেই এটিকে বিতর্কিত সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন।



