জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নতুন নেতা হিসেবে সাবেক অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী সানাই তাকাইচিকে নির্বাচিত করেছে। এর মাধ্যমে তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি করেছেন।
শনিবারের অভ্যন্তরীণ ভোটে তাকাইচি কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন। এলডিপি পার্লামেন্টে সবচেয়ে বড় দল হওয়ায় তাকাইচির প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হবেন।
জাপান দীর্ঘদিন ধরে লিঙ্গ সমতার দিক থেকে পিছিয়ে থাকলেও তাকাইচির নেতৃত্ব দেশটিতে ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করবে। তবে এলডিপির সাম্প্রতিক নির্বাচনী পরাজয় ও দুর্নীতি কেলেঙ্কারির কারণে জনআস্থা পুনরুদ্ধার করাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আগামী অক্টোবরের মাঝামাঝি পার্লামেন্টে আনুষ্ঠানিক ভোট অনুষ্ঠিত হবে। এর পরপরই তাকাইচিকে প্রথম বড় কূটনৈতিক পরীক্ষায় পড়তে হবে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির দাবির মুখোমুখি হতে পারেন তিনি।