মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামাস শান্তির জন্য প্রস্তুত এবং তিনি ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন।
হামাসের প্রস্তাব
হামাস যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার জবাবে জানায়, তারা গাজার প্রশাসন নিরপেক্ষ ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে প্রস্তুত। পাশাপাশি, তারা সকল ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে, হামাস অস্ত্র সমর্পণের বিষয়ে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া জানায়নি। দলটি জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে “অবিলম্বে শান্তি আলোচনায়” বসতে রাজি।
ট্রাম্পের প্রতিক্রিয়া
এক ভিডিও ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘটনাকে “অভূতপূর্ব” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে।”
তিনি আরও সতর্ক করে দেন যে, “চূড়ান্ত সমঝোতা অবশ্যই লিখিতভাবে নিশ্চিত করা জরুরি।”
গাজায় নতুন হামলা
ট্রাম্পের আহ্বানের পরও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়েছে। দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ড্রোন হামলা চালানো হয়। এতে দুই শিশু নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে নাসের মেডিকেল কমপ্লেক্স সূত্রে জানা গেছে। এটাই গাজায় প্রথম নিশ্চিত প্রাণহানি, ট্রাম্পের শান্তি আহ্বানের পর।
বিশ্লেষকদের মতে, হামাসের ইতিবাচক সাড়া মধ্যপ্রাচ্যে এক নতুন রাজনৈতিক মোড় আনতে পারে, তবে গাজার চলমান মানবিক সংকট দ্রুত সমাধান না হলে শান্তির পথ এখনও অনিশ্চিত।