শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় বাংলাদেশ দারুণ এক জয় ছিনিয়ে নিয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান করে। বাংলাদেশ ১৪৮ রানের লক্ষ্যমাত্রা সফলভাবে তাড়া করে, শেষ ওভারে ২ উইকেটে জয়লাভ করে। বাংলাদেশের রান ১৫০, ১৯.১ ওভারে।
এই জয়ে বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে। এভাবে টাইগাররা বিশ্বকাপের আগে দুর্দান্ত প্রস্তুতির ইঙ্গিত দিলো।