মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন আলাস্কার জনপ্রিয় পর্বতারোহী ব্যালিন মিলার (২৩)। বুধবার এল ক্যাপিটান পাহাড়ে ওঠার সময় তিনি পড়ে গিয়ে মারা যান বলে তাঁর মা জিনিন জিরার্ড-মুরম্যান নিশ্চিত করেছেন।
শৈশব থেকেই পর্বতারোহণে অভ্যস্ত মিলারকে অনেকেই সামাজিক মাধ্যমে “অরেঞ্জ টেন্ট গাই” নামে চিনতেন। মৃত্যুর আগে পর্যন্ত দুই দিন তাঁকে টিকটক লাইভে পাহাড়ে ওঠার দৃশ্যে অনুসরণ করেছিলেন অনেকে।
ইয়োসেমাইটের ৩,০০০ ফুট উঁচু খাড়া গ্রানাইট শিলা এল ক্যাপিটান বিশ্বের শীর্ষ রক ক্লাইম্বারদের অন্যতম গন্তব্য। ২০১৭ সালে আলেক্স হনল্ড প্রথমবার দড়ি ছাড়া এ পাহাড়ে ওঠেন, যা পরে “ফ্রি সলো” প্রামাণ্যচিত্রে প্রকাশিত হয়।
চলতি গ্রীষ্মে এটি পার্কে তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। এর আগে টেক্সাসের এক ১৮ বছরের তরুণ ফ্রি-সোলো করার সময় পড়ে মারা যান এবং আগস্টে ২৯ বছরের এক নারী গাছের ডাল পড়ে নিহত হন।