বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
প্রথম ম্যাচে ৪ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সেই ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ১৫১ রান সংগ্রহ করেছিল, যা বাংলাদেশ ১৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে সফলভাবে তাড়া করে জয় পায়।
শারজাহর উইকেট সাধারণত ব্যাট-বলের মধ্যে সমতা বজায় রাখলেও এখানে স্পিনারদের প্রভাব বেশি দেখা যায়। শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে এই ভেন্যুতে স্পিনাররা নিয়েছেন ৪০টি উইকেট, যেখানে পেসারদের শিকার মাত্র ২৯টি। ফলে আজকের ম্যাচেও স্পিনারদের ভূমিকাই হতে পারে গুরুত্বপূর্ণ।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত সমান সমান সাফল্য। ১৪টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আফগানিস্তান জিতেছে ৭টি করে ম্যাচ। তাই আজকের ম্যাচ সিরিজের ভাগ্য নির্ধারণের পাশাপাশি হেড-টু-হেড রেকর্ডে এগিয়ে যাওয়ারও লড়াই।