কলম্বোতে অনুষ্ঠিত আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর তৃতীয় ম্যাচে পাকিস্তান নারী দলের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়ে বিশ্বকাপ আসরে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিল তারা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে বাংলাদেশ নারী দল সহজেই লক্ষ্য তাড়া করে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে।
উল্লেখযোগ্য পারফরম্যান্স
মারুফা আক্তার (বাংলাদেশ): দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত।
শর্না আক্তার (বাংলাদেশ): ৫ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন।
রুবিয়া হায়দার (বাংলাদেশ): অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে দলকে জয় উপহার দেন।
সোহানা মোস্তারি (বাংলাদেশ): ২০ রানে অপরাজিত থেকে বিজয়ের শট খেলেন।
রামিন শামিম (পাকিস্তান): দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন।
ডায়ানা বেগ (পাকিস্তান): ১৪ রানে ১ উইকেট নেন।
এই জয় বাংলাদেশ নারী দলের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয় হিসেবে স্থান করে নিল। জয়ের মাধ্যমে তারা বিশ্বকাপ অভিযানে দুর্দান্ত সূচনা করল। আগামী ম্যাচে ৩ অক্টোবর গুয়াহাটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড নারী দল ও দক্ষিণ আফ্রিকা নারী দল।