ফ্রান্সে নতুন বাজেট কাটছাঁটের প্রস্তাবের বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর প্রস্তাবিত ব্যয় সংকোচন ও মিতব্যয়ী নীতির বিরুদ্ধে শ্রমিক ইউনিয়ন, নাগরিক সংগঠন ও আন্দোলনকারীরা রাস্তায় নামবেন। রেল সেবায় সীমিত বিঘ্ন ঘটতে পারে ও প্যারিস বিমানবন্দরে অল্প কিছু বিলম্বের আশঙ্কা রয়েছে।
প্রায় ৩ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। প্যারিসেই ৫ হাজার পুলিশ মোতায়েন থাকবে, যেখানে বিক্ষোভকারীরা দুপুর ২টায় প্লাস দ’ইতালি থেকে মিছিল শুরু করবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, শান্তিপূর্ণ মিছিল ব্যাহত করতে উগ্রপন্থি গোষ্ঠী সক্রিয় হতে পারে, তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করবে।
এটি চলতি মাসে দ্বিতীয় দফা ধর্মঘট, যেখানে ট্রেড ইউনিয়নগুলো “সামাজিক ন্যায়বিচার” নিশ্চিত করার দাবি জানাচ্ছে। প্রথম দফায় অর্ধ মিলিয়নের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল।