জিব্রাল্টার প্রণালীতে রাশিয়ার কিলো-ক্লাস সাবমেরিন নোভোরোসিয়েস্ক-এর অবস্থান ফাঁস হয়েছে জ্বালানি লিকের কারণে। ক্রেমলিন-বিরোধী টেলিগ্রাম চ্যানেল VChK-OGPU জানায়, ৭৪ মিটার লম্বা ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনটি ভূমধ্যসাগরে দায়িত্ব পালনকালে গুরুতর কারিগরি সমস্যায় পড়ে।
প্রতিবেদনে বলা হয়, জাহাজের হালের নিচে জ্বালানি লিক হচ্ছে এবং তা বিস্ফোরণের ঝুঁকি তৈরি করেছে। অনলাইন সূত্রে জানা গেছে, সাবমেরিনটি ২৬ সেপ্টেম্বর পৃষ্ঠে উঠে আসায় এর অবস্থান নিশ্চিত হয়। এ সময় মার্কিন নৌবাহিনীর টহল বিমানও কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করেছে।
রুশ কর্তৃপক্ষ এখনো সাবমেরিনের উপস্থিতি বা সমস্যার বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, নোভোরোসিয়েস্ক তুলনামূলক আধুনিক হলেও এটি রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত সমস্যায় পড়েছে।