সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল (Public Investment Fund – PIF), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান Affinity Partners এবং ক্যালিফোর্নিয়া-ভিত্তিক প্রাইভেট ইক্যুইটি কোম্পানি Silver Lake যৌথভাবে বিশ্বের অন্যতম শীর্ষ গেম নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস (EA)-কে কিনে নিয়েছে। ইতিহাসের বৃহত্তম লিভারেজড বাইআউট চুক্তির মাধ্যমে এই অধিগ্রহণ সম্পন্ন হচ্ছে, যার আর্থিক পরিমাণ ৫৫ বিলিয়ন ডলার।
EA একটি পাবলিক কোম্পানি হিসেবে ৩৬ বছরের যাত্রা শেষে বেসরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এবং NASDAQ থেকে এর শেয়ার ডিলিস্ট করা হবে। ২০২৬ সালের বসন্ত বা গ্রীষ্মে অর্থাৎ ২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে চুক্তি কার্যকর হওয়ার কথা। EA-এর পরিচালনা পর্ষদ চুক্তি অনুমোদন করেছে। শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন বাকি রয়েছে, তবে বড় কোনো প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে না। EA-এর প্রধান নির্বাহী অ্যান্ড্রু উইলসন বর্তমান অবস্থানেই থাকবেন।
মোট ৩৬ বিলিয়ন ডলার তিনটি অংশীদার প্রতিষ্ঠানের ইক্যুইটি বিনিয়োগের মাধ্যমে আসবে এবং ২০ বিলিয়ন ডলারের ঋণ নেয়া হবে জেপি মরগান চেজ ব্যাংক থেকে আসবে।
EA তৈরি করে বিশ্বখ্যাত গেম সিরিজ Battlefield, Sports FC, Madden NFL, এছাড়া Bioware (Mass Effect) ও Maxis (The Sims) এর মতো জনপ্রিয় স্টুডিও EA-এর মালিকানায় রয়েছে।
এই চুক্তি শুধু গেমিং ইন্ডাস্ট্রির ইতিহাসেই নয়, বরং বৈশ্বিক বিনিয়োগ ও বিনোদন খাতে বড় এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।