রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের সরকার আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার ভোরে (০৪:০১ জিএমটি) ফেডারেল সরকারের অর্থায়নের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়।
এবারের অচলাবস্থা ২০১৮ সালের পর প্রথম হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশারিতে উদ্বেগ আরও বেড়েছে। তিনি বলেছেন, এই অচলাবস্থাকে কাজে লাগিয়ে বিপুলসংখ্যক সরকারি কর্মী ছাঁটাইসহ ডেমোক্র্যাটদের পছন্দের কর্মসূচি বন্ধ করা হতে পারে।
অপরিহার্য সেবা যেমন আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা কাজ চালিয়ে যাবেন, তবে বেতন পাবেন না। তবে সামাজিক নিরাপত্তা ভাতা ও খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের প্রস্তাবই ব্যর্থ হয়। রিপাবলিকানরা নভেম্বর পর্যন্ত অর্থায়নের প্রস্তাব দেন, আর ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবা বাড়িয়ে অক্টোবর পর্যন্ত অর্থায়নের বিল আনেন। কোনোটিই প্রয়োজনীয় ভোট পায়নি।
এ নিয়ে উভয় দল একে অপরকে দোষারোপ করছে। ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, “এটি রিপাবলিকানদের কারণে হওয়া সরকার বন্ধ।” অন্যদিকে হোয়াইট হাউস সামাজিক মাধ্যমে একে “ডেমোক্র্যাট শাটডাউন” বলে অভিহিত করেছে।
বাইপার্টিসান পলিসি সেন্টারের তথ্য অনুযায়ী, ১৯৮০ সালের পর থেকে এটি যুক্তরাষ্ট্র সরকারের ১৫তম অচলাবস্থা। সবচেয়ে দীর্ঘ শাটডাউন হয়েছিল ২০১৮-২০১৯ সালে, যা ৩৪ দিন স্থায়ী ছিল।