সততার কণ্ঠ, তথ্যের শক্তি

Wednesday, October 8, 2025

ব্রেকিং নিউজ

প্রধান উপদেষ্টা কর্তৃক মানবাধিকার কর্মীদের বাংলাদেশে আরও বেশি পরিদর্শনের আহ্বান

নিউইয়র্ক, ৩০ সেপ্টেম্বর, ২০২৫: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সোমবার আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের প্রতি বাংলাদেশে আরও বেশি পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনের আগে দেশটি একটি “গুরুত্বপূর্ণ সময়”-এর দিকে এগোচ্ছে।

নিউইয়র্কের হোটেলে শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা যেন পরিদর্শন অব্যাহত রাখেন। প্রতিবার আপনাদের পরিদর্শনে ভুলে যাওয়া বিষয়গুলো সামনে আসে। দিন শেষে আপনারাই জনগণের কণ্ঠস্বর।”

দলটির নেতৃত্ব দেন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস-এর প্রেসিডেন্ট কেরি কেনেডি এবং বৈঠকটি প্রায় এক ঘণ্টা ধরে চলে।

অধ্যাপক ইউনূস প্রতিনিধিদলকে আসন্ন নির্বাচনের জন্য বাংলাদেশের প্রস্তুতি, গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে চলমান সংস্কার উদ্যোগ এবং মানবাধিকার উদ্বেগ মোকাবিলার জন্য গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, “আমরা সম্পূর্ণ ভেঙে পড়া একটি ব্যবস্থা নিয়ে শুরু করেছি। গত বছর ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো তদন্তের জন্য আমরা জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তাদের প্রতিবেদনে অনেক কিছু প্রকাশ পেয়েছে। তারপর থেকে আমরা একটি জাতিসংঘ মানবাধিকার মিশন স্থাপনের প্রক্রিয়া শুরু করেছি—যা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “আমরা গুমের ঘটনা তদন্তের জন্য একটি কমিশনও গঠন করেছি। মানুষজন ভয়াবহ সব ঘটনা নিয়ে এগিয়ে আসছে—একটি ঘটনাও যথেষ্ট খারাপ। বছরের পর বছর ধরে ভয়ানক সব ঘটনা ঘটেছে। মানুষকে আয়নাঘর-এ রাখা হয়েছিল, কখনও কখনও তারা কেন সেখানে আছে তা না জেনেই। কমিশন এখনও তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়নি, তবে আমরা নিয়মিত আপডেট পাচ্ছি।”

প্রধান উপদেষ্টা জানান, গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অত্যাবশ্যকীয় সংস্কারের সুপারিশের জন্য ১১টি কমিশন গঠন করা হয়েছিল। বর্তমানে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে কাজ করছে। তিনি বলেন, “যেসব রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগ দিয়েছে, তারাও এই প্রক্রিয়ার অংশ,” এবং তিনি আশা করেন যে, বড় ধরনের সাংবিধানিক সংস্কার সম্বলিত জুলাই সনদ অক্টোবর মাসের মধ্যে রাজনৈতিক দলগুলো কর্তৃক খসড়া ও স্বাক্ষরিত হবে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন: “আমরা চাই ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হোক—যা বাংলাদেশে এর আগে কখনও সত্যিকারের অর্থে হয়নি। বছরের পর বছর ধরে ভোটার তালিকায় এমন সব মানুষের নাম ছিল যারা আসলে কখনও ভোট দেননি। এবার আমরা তাদের, বিশেষ করে নারীদের, স্বাগত জানাতে এবং তাদের অংশগ্রহণে উৎসব করতে চাই। মানুষকে কীভাবে ভোট দিতে হয় তা দেখানোর জন্য আমরা একটি বড় প্রচারণা শুরু করব। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

তবে তিনি সতর্ক করে বলেন যে, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। তিনি বলেন, “কিছু শক্তি নির্বাচন যাতে না হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা জানি না কে কার জন্য কাজ করছে। প্রচুর অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী বাংলাদেশ এবং এর বাইরেও রয়েছে। তারা সুসংগঠিতভাবে প্রস্তুত—এটাই বিপজ্জনক দিক। আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অধ্যাপক ইউনূস মানি লন্ডারিংয়ের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার জন্য মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “চুরি যাওয়া অর্থ উদ্ধারের আইনি প্রক্রিয়া অত্যন্ত কঠিন। আমি আশা করি মানবাধিকার গোষ্ঠীগুলো তাদের কণ্ঠস্বর তুলবে যাতে ব্যাংকগুলো চুরি যাওয়া সম্পদকে আশ্রয় দিতে না পারে। এটি সত্যি জনগণের অর্থ।”

বৈঠকে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির নেতা তাসনিম জারা বলেন, বাংলাদেশের যুব সমাজ এমন কাঠামোগত সংস্কারের জন্য লড়েছে যাতে দেশটি আবারও সেই পরিস্থিতিতে ফিরে না যায় যা জুলাই অভ্যুত্থানকে উসকে দিয়েছিল।

মানবাধিকার কর্মীরা মানবাধিকার সুরক্ষার জন্য নিরাপত্তা খাত সংস্কারের গুরুত্বের উপর জোর দেন। হিউম্যান রাইটস ওয়াচ-এর এশিয়া অ্যাডভোকেসি ডিরেক্টর জন সিফটন বলেন, “যত বেশি সম্ভব সংস্কার নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর উপর চাপ প্রয়োগ করা উচিত যাতে সংসদ গঠিত হওয়ার পরেও তারা এই প্রক্রিয়া বজায় রাখে।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস-এর স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার; সিভিকাস-এর সেক্রেটারি জেনারেল মান্দীপ তিওয়ানা; ফর্টিফাই রাইটস-এর সিইও ও প্রতিষ্ঠাতা ম্যাথিউ স্মিথ; টেক গ্লোবাল ইনস্টিটিউট-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সাবহানাজ রশিদ দিয়া; অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর এশিয়া অ্যাডভোকেসি ডিরেক্টর ক্যারোলিন ন্যাশ; ওহাইও ইউনিভার্সিটি-এর ভিজিটিং ইন্টারন্যাশনাল স্কলার মোহাম্মদ আশরাফুজ্জামান; এবং সিভিকাস-এর ইউএন অ্যাডভাইজার জেসিলাইনা রানা।

spot_imgspot_img

সম্পর্কিত আরও খবর

সর্বশেষ

আল-কুদস ব্রিগেডের ঘোষণা: যুদ্ধ শেষ না হলে বন্দিদের মুক্তি নয়

ফিলিস্তিনি ইসলামী জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড ঘোষণা করেছে...

হামাসের যুদ্ধবিরতি আলোচনায় প্রধান শর্তগুলো ঘোষণা

মিসরে চলমান যুদ্ধবিরতি আলোচনায় নিজেদের মূল দাবি ও অবস্থান...

কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং গবেষণার জন্য নোবেল পদার্থবিজ্ঞান পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

নোবেল পদার্থবিজ্ঞান পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী: কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং...

ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫: আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্ত ইংল্যান্ড

ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর অষ্টম ম্যাচে বাংলাদেশ এবং...
spot_img

এই সপ্তাহে আলোচিত

spot_img
spot_imgspot_img