ঢাকা, ২৯ অক্টোবর ২০২৫: নিজস্ব প্রতিবেদক
গাজায় যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনীর রাতভর বিমান হামলায় অন্তত ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে অন্তত ২৪ জন শিশু রয়েছে।
চিকিৎসা সূত্র অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৯০-এ পৌঁছেছে। এর মধ্যে ৪২ জন কেন্দ্রীয় গাজায়, ৩১ জন উত্তর গাজায়, এবং ১৮ জন দক্ষিণ গাজায় নিহত হয়েছেন।
সর্বশেষ হামলাগুলোর একটি ঘটনায় মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় উদ্বাস্তুদের তাবুতে বোমা হামলায় ৫ জন নিহত ও বহু লোক আহত হয়েছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল “একজন সৈন্য নিহত হওয়ার পর পাল্টা আঘাত” করেছে, তবে তিনি জোর দিয়ে বলেন, “কিছুই এই যুদ্ধবিরতিকে বিপন্ন করবে না।” ট্রাম্প আরও বলেন, হামাসকে “সংযতভাবে আচরণ করতে হবে।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফাহ এলাকায় গোলাগুলির ঘটনার পর “শক্তিশালী” হামলার নির্দেশ দেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ওই ঘটনায় একজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে।
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী একাধিক স্থানে অভিযান চালিয়ে অন্তত ৯ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে বলে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে। তুলকারেম, নাবলুস ও কালকিলিয়া এলাকায় এসব অভিযান চালানো হয়। এর আগে বেতলেহেমের দেইশেহ শরণার্থী শিবিরে প্রায় ৫০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়, যাদের অনেকেই সম্প্রতি মুক্তি পেয়েছিলেন।
রামাল্লাহর উত্তরে আতারা গ্রামে ভোরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে আল জাজিরা আরবি জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এ পর্যন্ত ওই অঞ্চলে ১,০৫৯ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১০ হাজার আহত, এবং ২০ হাজারেরও বেশি গ্রেপ্তার হয়েছে, যাদের মধ্যে ১,৬০০ শিশু রয়েছে।
এই পরিস্থিতি নতুন করে যুদ্ধবিরতির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে, যদিও ওয়াশিংটন জানিয়েছে, তারা এখনো যুদ্ধবিরতি ভঙ্গ হয়েছে বলে মনে করছে না।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত গাজায় অন্তত ৬৮ হাজার ৫২৭ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজারেরও বেশি আহত হয়েছে। অপরদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হয় এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।



