ইরানে ৫.৩ মাত্রার ভূমিকম্প, সামাজিক মাধ্যমে গুজব ছড়ালেও বিশেষজ্ঞদের স্পষ্টীকরণ
শুক্রবার ভোরে ইরানের ইসফাহান প্রদেশের জাভারেহ অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভে ১০ কিলোমিটার গভীরে, যা কুম ও তেহরানসহ আশপাশের এলাকাতেও অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে এটি নাকি কোনো “পারমাণবিক বিস্ফোরণ” বা “পরীক্ষা” হতে পারে। কিন্তু ভূকম্পবিদরা এসব দাবি নাকচ করেছেন। তাদের মতে—
পারমাণবিক পরীক্ষার গভীরতা সাধারণত কয়েকশ মিটারের বেশি হয় না, অথচ এ ভূমিকম্প হয়েছিল ১০ কিমি গভীরে।
ভূমিকম্প ও বিস্ফোরণের সিসমিক তরঙ্গের ধরণ ভিন্ন, যা যন্ত্রে সহজেই শনাক্তযোগ্য।
কোনো আলো, ধাক্কা বা তেজস্ক্রিয়তার প্রমাণও পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, ইরান পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। তাই এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প এখানে স্বাভাবিক ঘটনা।