আফগানিস্তান ও পাকিস্তানের যৌথ সীমান্তে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কন্দাহারের স্পিন বোলদাক সীমান্তে শুক্রবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে ভারী অস্ত্রের গোলাগুলিতে কমপক্ষে চারজন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, পাকিস্তানি বাহিনী প্রথমে স্পিন বোলদাকের দিকে আক্রমণ চালায়, যার জবাবে আফগান বাহিনী পাল্টা গুলি চালায়। অন্যদিকে পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মোশাররফ জাইদি অভিযোগ করেন, অযৌক্তিকভাবে আফগান বাহিনীই চামান সীমান্তে গুলি চালানো শুরু করে।
বাসিন্দারা জানান, রাত প্রায় ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া সংঘর্ষ দুই ঘণ্টার মতো স্থায়ী হয়। আফগান পক্ষের দাবি, পাকিস্তানের মর্টার হামলায় বেসামরিক বাড়িঘরে ক্ষতি হয়েছে। পরে দুই দেশই পরিস্থিতি শান্ত করতে যুদ্ধবিরতিতে সম্মত হয়।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। পাকিস্তান অভিযোগ করে আসছে যে আফগানিস্তান পাকিস্তান তালেবান (টিটিপি) ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে—যা কাবুল অস্বীকার করে।
অক্টোবরে সীমান্তে এক সপ্তাহের লড়াইয়ে উভয়পক্ষে প্রায় ৭০ জন নিহত হয়েছিল, এরপর দোহায় যুদ্ধবিরতি হলেও সাম্প্রতিক আলোচনাগুলো অচলাবস্থায় আছে। এদিকে আফগানিস্তান অভিযোগ করছে, পাকিস্তান সম্প্রতি বারবার তাদের সীমান্তবর্তী প্রদেশে বিমান হামলা চালাচ্ছে—যা ইসলামাবাদ অস্বীকার করেছে।



